Friday, August 22, 2025
HomeScroll'চিরদিনই তুমি যে আমার..., নাচলেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ

‘চিরদিনই তুমি যে আমার…, নাচলেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ

কলকাতা:  চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই…’, বাপ্পি লাহিড়ির সুরে কিশোর কুমারের গাওয়া এই গান মনে মনে গুন করেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। একসময় পুজো প্যান্ডেল হোক কিংবা অনুষ্ঠান বাড়ি, চায়ের দোকান সর্বত্রই বাজত সুপারহিট এই গান। এবার সেই কালজয়ী গানে বাবার হাতে হাত রেখে নাচলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) পুত্র তৃষাণজিৎ (Prasenjit’s son Trisanjit Chatterjee)।

১৯৮৭ সালে মুক্তি পায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ছবি ‘অমরসঙ্গী’। এই সিনেমার গানও আজও লোকের মুখে মুখে ঘোরে। আজও একইভাবে জনপ্রিয় গানটি। ‘অমরসঙ্গী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারে অন্যতম সেরা ছবি। সেই গানেই ডান্স ফ্লোর মাতালেন প্রসেনজিৎ ও তাঁর ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুক। সুপারহিট গানে একে অন্যের হাত ধরে নেচে উঠলেন দুজন। ফিরিয়ে আনলেন পুরনো নস্ট্যালজিয়াকে। বাবার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে নাচলেন প্রসেনজিৎ পুত্র মিশুক। ভিডিও ঘিরে শোরগোল নেটদুনিয়ায়। একে বলে বাব কা চেটা। বলছেন মুগ্ধ নেটিজেনরা। ভিডিও শাহরুখের মতো দু’হাত তুলে পোজ দিতে দেখা গিয়েছে, কখনও আবার একে-অন্যের সঙ্গে রোম্যান্টিক পোজ দিয়েছেন।

আরও পড়ুন: প্রকাশ্যে ‘পাতাল লোক ২’র ট্রেলার

&nbsp ,

View this post on Instagram

&nbsp ,

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

সোমবার জীবনের নতুন বছরে পা রাখলেন মিশুক। তার জন্যই এই সেলিব্রেশন। বাবার সিনেমার গানে তাঁর সঙ্গে নাচলেন তালমিলিয়ে। সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন প্রসেনজিৎ। ক্যাপশনে ছেলেকে ট্যাগ করে সুপারস্টার লিখেছেন, ‘শুভ জন্মদিন মিশুক। আমি জানি তুই বড় হয়ে যাচ্ছিস। কিন্তু আমার কাছে সবসময় আমার ছোট্ট বাচ্চাই থাকবি। তোর জন্য খুব খুব গর্ব বোধ করি। অনেক ভালোবাসা আর আশীর্বাদ।’

অন্য খবর দেখুন

Read More

Latest News